বিশেষ প্রতিবেদন,কলকাতা:
রাজ্যে একদিনে করোনা পজিটিভ ৩৪৪! করোনা আঘাত হানার পরে সরকারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবারই সবচেয়ে বেশি করোনা সংক্রমিতের খবর পাওয়া গেল। এর আগে আর কখনও একদিনে এতজনের করোনা সংক্রমিতের খবর পাওয়া যায়নি। এর আগে সংক্রমিতের সর্বোচ্চ সংখ্যা ছিল ২০৮ জন। আর সেই খবর ছিল রবিবারের।
বৃহস্পতিবার করোনা সংক্রান্ত বুলেটিনে স্বাস্থ্য দফতর জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৪৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৬ জন। নতুন ৩৪৪ জন সংক্রমিতের মধ্যে কলকাতার ৮৭ জন। এ ছাড়া হাওড়ার ৫৫ জন এবং উত্তর ২৪ পরগনার ৪৯ জনও রয়েছেন। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা অ্যাকটিভ ২৫৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় ৬ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা ২২৩। এ ছাড়া কো–মর্বিডিটিতে মৃত ৭২ জন। ফলে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ২৯৫। শেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে কলকাতার ৩ জন রয়েছেন। এ ছাড়া হুগলির ২ জন এবং উত্তর ২৪ পরগনার এক বাসিন্দা রয়েছেন। তবে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯০ জন। ফলে রাজ্যে করোনামুক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৮ জন।
উল্লেখ্য, ভিনরাজ্য থেকে শ্রমিকরা রাজ্যে ফিরে এলে সংক্রমণ বাড়বে বলে আশঙ্কার কথা বুধবারও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গেল, তাঁর আশঙ্কা অমূলক নয়। যদিও বিরোধীদের বলা এ কথাও সত্য, রাজ্যের মানুষ লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়েছিলেন। তা হলে নিজের রাজ্যে তাঁরা ফিরবেন না কেন? বিরোধীরা অবশ্য এইজন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছে। জানিয়েছে, আগে থেকেই যদি পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য উপযুক্ত ব্যবস্থা রাখা যেত, তা হলে এই সমস্যা হত না। জেলাগুলিতে যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁদের অধিকাংশই ভিনরাজ্য থেকে ফেরা কোয়ারেন্টাইনে থাকা রাজ্যের শ্রমিক। এদিন জেলাগুলি থেকেও যথেষ্ট সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে ৪৬ জন সংক্রমিত হয়েছেন। বীরভূমে সংক্রমিত হয়েছেন ২৭ জন।