বিশেষ সংবাদদাতা,কলকাতা:পশ্চিমবাংলা আল কায়দার মুক্তাঞ্চল হয়ে উঠেছে। এই দাবি রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ের। শুধু তাই নয়, ওই দাবির পাশাপাশি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি প্রশ্ন তুলে দিলেন। বাংলার নিরাপত্তা রক্ষায় রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান উপদেষ্টার ভূমিকা কী, সে কথাও রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টুইটে সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন রাজ্য সরকারকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, ‘পশ্চিমবাংলার বর্তমান অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। আশঙ্কার কথা হল, এই রাজ্য এখন আল কায়দার মুক্তাঞ্চল হয়ে উঠেছে। রাজ্য জুড়ে অবাধে বোমা তৈরি চলছে। ব্যাপারটা ভয়ঙ্কর।’ উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে ৬ আল কায়দা জঙ্গিকে বিএসএফের সাহায্যে গ্রেফতার করেন এনআইএর গোয়েন্দারা। কেরল থেকে ধৃত বাকি ৩ জঙ্গিও পশ্চিমবাংলার বাসিন্দা। এ ছাড়া কয়েকদিন আগে কলকাতার বেলেঘাটায় বোমা বিস্ফোরণে একটি ক্লাবের ছাদ উড়ে যায়। তা ছাড়া গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় বহুবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা উদ্ধারও হয়েছে। মনে করা হচ্ছে, এই ঘটনাগুলিকে ইঙ্গিত করেই রাজ্যপাল এই টুইট করেছেন।
এর পাশাপাশি এ কথাও তিনি টুইটে লিখেছেন, ‘পশ্চিমবাংলা সরকার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে সুরজিৎ করপুরকায়স্থকে এবং অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান উপদেষ্টা হিসেবে রিনা মিত্রকে নিয়োগ করেছিল। কিন্তু, তাঁরা কী কাজ করছেন, সে বিষয়ে কোনও রকম স্বচ্ছতাই নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।’ এখানেই না থেমে তিনি এই প্রশ্নও করেছেন, ‘তাঁদের ভূমিকা সম্পর্কে রাজ্য সরকার রাজ্যপালকে সব কথা জানাতে এত দেরি করছে কেন? কেন রাজ্যের আইন–শৃঙ্খলা ব্যবস্থাকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করছে সরকার?’ বলা বাহুল্য, রাজ্যপালের এই প্রশ্নের জবাব এদিন রাত পর্যন্ত রাজ্যের তৃণমূল সরকারের তরফে দেওয়া হয়নি।