প্রত্যয় ডেস্ক: লকডাউনের কারণে মদের অভাবে আত্মহত্যা, রঙ করার বার্নিস ইত্যাদি খেয়ে প্রাণ হারানোর মতো বেশ কয়েকটি ঘটনা ইদানীং বার বার ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কিন্তু তাই বলে নেশার ঘোরে মদের বোতল মলদ্বার দিয়ে ঢুকিয়ে দেওয়ার ঘটনা রীতিমতো চমকে দিয়েছে অনেককে!
এর পর অসুস্থ মদ্যপকে বাঁচাতে হিমশিম খেতে হয়েছে হাসপাতালের চিকিৎসকদেরও। চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার পেটে মারাত্মক যন্ত্রণা নিয়ে নাগাপট্টিনামের একটি সরকারি হাসপাতালে ভর্তি হয় বছর ২৯ বছরের এক যুবক। স্ক্যান করার পর রিপোর্ট হাতে পেয়ে তাজ্জব বনে যান চিকিৎসকরা। তারা দেখেন যুবকের পাকস্থলীর ভেতরে ঢুকে রয়েছে আস্ত একটা কাচের বোতল!
এর পরই অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দীর্ঘ দুই ঘণ্টার অস্ত্রপচারের পর যুবকের পাকস্থলী থেকে বোতলটি বের করতে পারেন তারা। জ্ঞান ফেরার পর যুবকের থেকে চিকিৎসকরা জানতে চান, কীভাবে ওই বোতল তার পাকস্থলীতে পৌঁছাল? উত্তরে যুবক যা বলেন, তা শুনে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। যুবক জানায়, নেশার ঘোরে তিনি নিজেই ওই বোতলটি মলদ্বার দিয়ে ঢুকিয়ে ফেলেছিল। তার পর যন্ত্রণায় জ্ঞান হারায়!