প্রত্যয় ডেস্ক, পার্বত্যঞ্চল প্রতিনিধিঃ পাহাড়ের উন্নয়ন যারা বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহবান জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন আওয়ামী লীগ পাহাড়ের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগনের উন্নয়নে কাজ করছে। আওয়ামী লীগের কাজে অগ্রগতি দেখে আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা বেছেবেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করছে। তিনি বলেন এ হত্যাকান্ড চালিয়ে আওয়ামীলীগকে উন্নয়নের ধারা থেকে সরানো যাবে না বলে তিনি মন্তব্য করেন।
রাঙামাটি জেলার বাঘাইছড়ির ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমার সভাপতিত্বে সভায় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাফিল মজুমদার, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জাফর আলী, বাঘাইছড়ি আওয়ামিলীগ নেতা মোঃ আলি হোসেন, গিয়াস উদ্দিন মামুন, ইউনিয়ন পরিষদের মেম্বার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যায়ে এই ভবনটি নির্মাণ করে।
রিপোর্টঃ চৌধুরী হারুনুর রশীদ