ডেস্ক রিপোর্ট: মানুষ স্বভাবতই নিজের অস্তিত্ব নিয়ে ভাবে, অনেক ক্ষেত্রে এমনও হয় তারা জানতে আগ্রহ প্রকাশ করে ঠিক কখন পৃথিবী ধ্বংস হবে বা মানবসভ্যতার বিনাশ ঘটবে। এমন কিছু বিষয় প্রতিদিন সামনে চলে আসছে, আমরা আমাদের বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই যে বিজ্ঞানীরা ঘোষণা করছে অমুক তারিখে অমুক উল্কা আঘাত হানবে, অমুক দিন পৃথিবী ধ্বংস হবে,অমুক দিন এর পর মানবসভ্যতার চিহ্নটুকুও থাকবে না। আর অমুক অমুক তারিখ গুলো সামনে আসে,আমরা যাপন ও করি আর চোখের সামনেই প্রিডিকশনগুলোকে মিথ্যা হয়ে যেতে দেখি। বিশ্বাস অবিশ্বাস ব্যক্তিগত বিষয়, আমরা সাধারন মানুষের কাজই হচ্ছে শোনা কথায় বিশ্বাস করা বিষয়টির সত্যতা যাচাই না করেই, আর এর নেতিবাচক প্রভাব পড়ে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর। তাই আমাদের উচিত ভবিষ্যৎ নিয়ে রহস্য উন্মোচন না করে বর্তমানটা সুন্দরভাবে পরিচালনা করা।
লেখিকা: আশরাফিন লায়লা