প্রত্যয় ডেস্ক, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সোমবার সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে শিক্ষার্থীদের ই-মেইল দেওয়ার ব্যাপারে জানান তিনি। উপাচার্য মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়া হবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টঃ হুমায়রা প্রমা