নিজস্ব প্রতিনিধি : শহর সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায়” সফটস্কিল ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে এককালীন ১৮০০০/ (আঠার হাজার) টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়।
২০১৯-২০অর্থ বছরের বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে ছয় পেশার (কামার, কুমার, নাপিত, জুতা, বাশ-বেত ও কাসা পিতল পেশার) মোট ৬৭জন ব্যক্তিকে এ অনুদান প্রদান করা হয়।
প্রান্তিক জনগোষ্ঠী তথা আবহমান কাল থেকে উপরিউক্ত নিম্ন আয়ের বিভিন্ন পেশাগোষ্ঠীর মানুষকে তাদের পেশার মান উন্নয়নপূর্বক সমাজের উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ সরকার এ অনুদানের ব্যবস্থা গ্রহণ করেছেন।
শহর সমাজসেবা কার্যালয় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান খান, উপপরিচালক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল্লাহ,সহকারি পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ। উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন মোঃ সিদ্দিকুর রহমান, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ।