প্রত্যয় বিনোদন ডেস্ক : দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত ও প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হকের নামে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ’ প্রদান করা হচ্ছে প্রতি বছর। এবার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন চিত্রনায়ক আলমগীর। আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেয়া হবে চিত্রনায়ক আলমগীরের হাতে।
এ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘ফজলুল হক সাহেব অত্যন্ত গুনী একজন মানুষ ছিলেন। সর্বোপরি তিনি চলচ্চিত্রের জন্য নিবেদিত একজন মানুষ ছিলেন। তার সুযোগ্য সন্তান ফরিদুর রেজা সাগর। তিনি তার বাবার নামে পুরস্কার দেয়ার কাজটি সুন্দরভাবে পরিচালনা করছে। যা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় আমি আনন্দিত এবং সম্মানিতবোধ করছি। জানি না এই পুরস্কারের জন্য আমি যোগ্য কি না। ফজলুল হক সাহেবের পরিচালিত ছবিটি আমি দেখেছি। বেশ ভালো লেগেছে কাজটি।’
২০০৪ সাল থেকে এই পুরস্কারটি দেয়া হচ্ছে। এদিকে চিত্রনায়ক আলমগীর অনেক দিন ধরেই চলচ্চিত্রাঙ্গনে কাজ করছেন না।
সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি। এছাড়া ভালো গল্পের সিনেমার প্রস্তাব পেলে কাজ করবেন বলেও জানিয়েছেন আলমগীর।