1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ফেসবুকে সম্পর্ক গড়ে প্রতারণা, ৩ বিদেশি নাগরিক গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ১৭৬ Time View
ফেসবুকে সম্পর্ক গড়ে প্রতারণা, ৩ বিদেশি নাগরিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে সম্পর্ক গড়ে দামি উপহার পাঠানোর নাম করে সহজ-সরল সাধারণ মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করত তারা। এভাবেই দীর্ঘদিন বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তারা হলো- সোলেমান নিউগেন টেগমো বার্টিন (৪৭), নিউগেন টাওজার্জ ক্রস্টিয়ান (৩৮) ও একোনগো আরনাস্ট ইব্রাহিম (৪২)। বুধবার রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই চক্রের সদস্যরা নিজেদের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন উন্নত দেশের নাগরিক পরিচয় দিয়ে ফেসবুকে সম্পর্ক গড়ে এসব প্রতারণা করত বলে জানায় সিআইডি।

বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ মো. রেজাউল হায়দার। তিনি জানান, গ্রেফতার তিনজনের কারও কাছে পাসপোর্ট নেই এবং তারা কোন দেশের নাগরিক তাও স্বীকার করছে না। তবে আমাদের মনে হয়েছে তারা ক্যামেরুনের নাগরিক। এভাবে আরিফুল ইসলাম ফয়সাল নামে ঢাকার এক যুবকের কাছ থেকে ‘২২ লাখ ৬৮ হাজার টাকা’ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান, তারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবস্থান করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।

পরে তারা ওই ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন গিফট দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। জেনিটরি নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে ফয়সালের সঙ্গে চক্রটি সম্পর্ক গড়ে বলে জানান সিআইডি কর্মকর্তা রেজাউল হায়দার। এ ছাড়াও তিনি জানান, জেনিটারি নিজেকে একজন আমেরিকান হিসেবে পরিচয় দেয় এবং ফয়সালকে ডিপ্লোমেটিক কুরিয়ার এজেন্টের মাধ্যমে উপহার পাঠাবে বলে জানায়। উপহার পাঠানোর কথা বলে চক্রটি দুদফায় ২২ লাখ ৬৮ হাজার টাকা ফয়সালের কাছ থেকে হাতিয়ে নেয়। এই চক্রের সঙ্গে দেশের লোকজনও জড়িত জানিয়ে সিআইডি কর্মকর্তা রেজাউল বলেন, চক্রের সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..