বগুড়ার সংবাদদাতাঃ গত ৩০জুন রাত সারে ৩ টায় বগুড়ার ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করার সময় দেশীও অস্ত্র সহ ৪ জন সন্দেহভাজন ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করে।
জানা যায়, বগুড়া জেলার চকসুত্রাপুরে অবস্থিত আন্ত থানা বাস টার্মিনাল (হাড্ডিপট্টী বাস স্ট্যান্ড) এর পাবলিক টয়লেটের পার্শে ৪ জন যুবক ছিনতাই/ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। বগুড়ার ডিবি পুলিশের একটি দল তাদেরকে সেখান থেকে দেশীয় কিছু অস্ত্রসহ গ্রেফতার করে।
তাদের কাছে পাওয়া অস্ত্রের বর্ণণা, ১.একটি লোহার তৈরী কুড়াল( চাইনিজ কুড়াল নামে পরিচিত)। যাহার ধারালো অংশের দৈর্ঘ্য ০৬ ইঞ্জি এবং ধারালো অংশের সামনের দিকে প্রস্থ ০৬ ইঞ্চি। যাহা সাড়ে ১৬ ইঞ্চি লোহার বাটের সাথে সংযুক্ত(পুরাতন), ২. একটি ধারালো লোহার ছোড়া। যাহার ধারালো অংশের দৈর্ঘ্য সাড়ে ১৮ ইঞ্চি। যাহা ০৮ ইঞ্চি কাঠের বাটযুক্ত(পুরাতন), ৩. একটি খাঁচকাটা লোহার রড। যাহার দৈর্ঘ্য ০২ ফুট ০৫ ইঞ্চি ও ৪. একটি কাঠের লাঠি। যাহার দৈর্ঘ্য ০২ ফুট ০২ ইঞ্চি।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, মোঃ রুবেল(৩৯), পিতা-মৃত মন্টু খান, ঠিকানা -সূত্রাপুর রিয়াজ কাজী লেন। মোঃ মাইনুল ইসলাম সজল(৪০), পিতা-শাহাদাত হোসেন, ঠিকানা-খান্দার ভিআইপি রোড। মোঃ মনিরুল ইসলাম বারী(৪১), পিতা-মৃত আক্কেল আলী, ঠিকানা-সেউজগাড়ী আমতলা মোড় ও অপরজন মোঃ আল আমিন(৩২), পিতা-মোঃশহিদুলইসলাম,ঠিকানা-চকসূত্রাপুর (কসাইপাড়া)।
গতকাল আসামীগণের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।