বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার জেলা সুযোগ্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এ নির্দেশে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ী ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃেত্ব ছিনতাইকারী চক্রের ০৫( পাঁচ) সদস্যকে গ্রেফতার করেছে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ী টিম।
গ্রেফতারকৃত আসামীরা হলো- টুটুল বাবু (৪০) পিতা মোঃ আব্দুস সাত্তার সাং বৃন্দাবন মধ্য পাড়া, টগর (২৬) পিতা মোঃ শের আলি সাং বৃন্দাবন পূর্ব পাড়া, রয়েল (২৯) পিতা মৃত মন্তেজার সাং বৃন্দাবন মধ্যপাড়া, হাসিবুল হাসান(২৮) পিতা মৃত আব্দুল বাছেদ সাং বৃন্দাবন উত্তর পাড়া, মোঃ সাদ্দাম(২৮) পিতা মোঃ আব্দুল লতিফ সাং কাট্নারপাড়া পোকাপট্টি সর্ব থানা ও জেলা বগুড়া।
ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এরা মাদক সেবনসহ, সুযোগ বুঝে চুরিও করে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।