বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযানে তিন কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় বগুড়া সদর থানাধীন দশটিকা এলাকার কারিগরপাড়া গ্রাম হতে তিন কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো দশটিকা কারিগরপাড়ার হানজালা শেখ এর পুত্র ইয়ারশেখ(৩০) এবং আব্বাস শেখ এর পুত্র মোতালেব শেখ(৩১)।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, আসামিদেরকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।