বগুড়ার সংবাদদাতাঃ অদ্য ১০ আগস্ট রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন মৌগাছি এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫০০(পাঁচশত) গ্রাম হেরোইন ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট (যার অবৈধ বাজার মূল্য আনুমানিক (৫০,০০,০০০+১০,৮০০) = ৫০,১০,৮০০ (পঞ্চাশ লক্ষ দশ হাজার আটশত) টাকা সহ ২ জনকে গ্রেফতার করেছে বগুড়ার ৪ এপিবিএন পুলিশ।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোহাঃ সেলিম বাদশাহ্ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ আতাউর রহমান, এএসআই(নিঃ) মোঃ উজ্জল হোসেন, নায়েক/মোঃ আবুল ফজল, কনস্টেবল/মোঃ শামীম হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শামিম ইসলাম, মোঃ নাজিমুজ্জামান, ড্রাইভার নায়েক/ রায়হানুল ইসলাম এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে ০১। মোঃ রবিউল ইসলাম টুটুল (৩৩), পিতা- মৃত আজাহার আলী, মাতা- মৃত মোসলেমা বেগম, সাং-মৌগাছি, থানা- চারঘাট, জেলা- রাজশাহী। আসামী ০২। মোঃ লালন মোল্লা (৩৬), পিতা- মোঃ মোন্তাজ মোল্লা, মাতা- মোসাঃ জেবাতুন বেগম, সাং-মৌগাছি, থানা- চারঘাট, জেলা- রাজশাহী ।
ব্যাটালিয়ন পুলিশ এসে, এ সংক্রান্তে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ৮(গ)/১০(ক)/৪১/২৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।