বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার শিবগঞ্জে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার শিবগঞ্জ থানার নবাগত ওসি বদিউজ্জামান এর নির্দেশনায় এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লালন ওরফে স্বপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে আরেকটি অভিযান চালিয়ে সুলতানা ওরফে উম্মে কুলসুমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জের মহাস্থান পূর্বপাড়ার মৃত আফজাল হোসেনের পুত্র লালন ওরফে স্বপন (৩০)। আরেকজন হলেন শিবগঞ্জের গড়মহাস্থান পাথরপাড়া এলাকার এমদাদুল এর স্ত্রী সুলতানা ওরফে উম্মে কুলসুম (৩৮)।
শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান যে, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তিনি বরাবরের মতোই আবারো মাদক কারবারি ও সন্ত্রাসী চাদাবাজদের হুসিয়ারী করে বলেন যে, শিবগঞ্জ থানায় থাকতে হলে এসব ছেড়ে দিয়ে ভালো হতে হবে সকল মাদক কারবারী, সন্ত্রাস ও চাদাবাজদের।