নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে সেউজগাড়ী বগুড়া নার্সিং হোমের মূল ফটকের সামনে অবস্থানরত দুজন ছিনতাইকারীকে অত্যাধুনিক দুইটি বার্মিজ চাকুসহ হাতেনাতে গ্রেফতার করেছে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গতকাল দিবাগত রাত দুইটার দিকে দুজন ছিনতাইকারী অস্ত্র সহ বগুড়া নার্সিং হোমের সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদেরকে দেখামাত্রই উল্লেখিত দুজন ছিনতাইকারী দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় এসআই জাহাঙ্গীর আলম ও তার সঙ্গীও অফিসার ও ফোর্সদের সহায়তায় উক্ত আসামীদ্বয়কে ঘটনাস্থল থেকে আটক করে। এরপর তাদের নিকট পালানোর কারণ জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তখন উপস্থিত সাক্ষীদের সামনেই জাহাঙ্গীর আলম ও তার সঙ্গীয় অফিসারবৃন্দ আসামিদের প্যান্টের পকেটে তল্লাশি করে গ্রেফতারকৃত আসামি রিয়াদের প্যাণ্টের সামনের ডান পকেটের মধ্যে একটি স্টেইনলেস স্টিলের তৈরি অত্যাধুনিক বার্মিজ চাকুসহ যাহা বাট সহ ১০ ইঞ্চি লম্বা এবং অপর আসামি জাহিদ হাসান প্রান্ত এর দেহ তল্লাশি করে তার জিন্সের প্যান্টএর সামনের বাম পকেটের মধ্যে একটি কালো রঙের স্টেইনলেস স্টিলের তৈরি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু যাহা বাট সহ দৈর্ঘ্য ৯ ইঞ্চি উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো ১.রেজাউল ইসলাম রিয়াদ (৩০), পিতাঃ নজরুল ইসলাম সালাম, স্থায়ী ঠিকানাঃ রহমান নগর ক্যাডেট মাদ্রাসার পাশে, বর্তমান ঠিকানা ঠনঠনিয়া শাহপাড়া খ্রিস্টান কবরস্থান এর পেছনের দিকে, ও ২. মোহাম্মদ জাহিদ হাসান প্রান্ত, পিতাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ঠিকানাঃ ঠনঠনিয়া নতুন পাড়া, উভয়েরই জেলা বগুড়া।
৮ ও ৯ নম্বর ওয়ার্ড বীট পুলিশিং এর বীট অফিসার এসআই জাহাঙ্গীর আলম দৈনিক প্রত্যয় কে জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন যাবত সেউজগাড়ী ও আশেপাশের এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মারামারি করিয়া আসিতেছিল। তারা গতকালও এরকম কোন অপরাধ সংগঠিত করার পরিকল্পনা করেছিল। কিন্তু সময় মত খবর পেয়ে তাদেরকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করিয়া অপরাধ ঠেকানো গিয়েছে। ভবিষ্যতে যাতে এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো এসব অপকর্ম না হয় তার জন্য তিনি এলাকাবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।