বগুড়ার সংবাদদাতাঃ আজ ১০ আগস্ট ৪র্থ এপিবিএন পুলিশ একটি মাদকবিরোধী অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছ।
ব্যাটালিয়ন পুলিশ জানায়, ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব সন্তু বিশ্বাস এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ শফিকুল আলম, এএসআই(নিঃ), শামছুল হক, নায়েক/ মোঃ সোহেল মাহমুদ. কনস্টেবল/, মোঃ মেকদাদুর, মোঃ আহসান, মোঃ পারভেজ, মোঃ ইমন হোসেন এর সহায়তায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন হামকুড়ীয়া মান্নাননগর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬০ (ষাট) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল (যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকাসহ আসামী ০১। মোঃ আব্দুল আহাদ (২৫), পিতা- মোঃ এরফান আলী, মাতা-কহিনুর বেগম, সাং- কালোপুর দক্ষিনপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করা হয়।
৪ এপিবিএন পুলিশ জানায়, এ সংক্রান্তে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ১৪(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।