বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার সদর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে ও বিভিন্ন মামলার আসামীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের নির্দেশনায় তদন্দ ইন্সপেক্টর হাসান আলীর নেতৃত্বে সদরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মামলার আসামী সহ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করেছে।
ওসি হুমায়ুন কবীর সংবাদমাধ্যম কে জানান যে, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে গাজা, ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান যে, দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।