বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া-১ সারিয়াকান্দি ও সোনাতলার উপ-নির্বাচনে প্রতিটা কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বাভাবিক ভাবেই চলছে। উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটলেও মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত প্রতিটা কেন্দ্রে প্রায় ৩০ শতাংশের বেশি ভোট কাভারেজ হয়েছে বলে জানা যায়।
সারিয়াকান্দি উপজেলার প্রতিটি ভোটকেন্দ্র সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায় যে, উপজেলার জোড়গাছা, শোলার তাইড়, কুতুবপুর বরিকান্দি, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে। তবে দুই একটা কেন্দ্র ভোট গ্রহণ অস্বাভাবিক থাকলেও প্রশাসনের তৎপরতায় তা স্বাভাবিক হয়ে যায়।
১ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিলন কুমার সাহা এর সাথে কথা বললে তিনি দৈনিক প্রত্যয় কে জানান যে, সকাল থেকে তার কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনা হয়ে আসছে। তার কেন্দ্রে কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।তার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৪২১ জন দুপুর একটার মধ্যে ভোট গ্রহণ করা হয় ৭১৯ জনের এতে যা শতকরা মোট ১৭ শতাংশ।
তিনি জানান ভোটাররা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সকালে উপস্থিতি কম থাকায় বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
এদিকে উপজেলার ১ নম্বর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার নুর আলম এর সাথে কথা বললে তিনি জানান যে, সকাল ন’টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মানুষজন যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট প্রদান করতে পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করছি। পাশাপাশি আমরা তাদের নিরাপত্তা দেয়ার চেষ্টা করছি।
দায়িত্বপ্রাপ্ত স্টাইকিং ফোর্সের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান যে, তার আওতাধীন মোট ৯ টা কেন্দ্র ঘুরে তিনি দেখেন যে সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার বগুড়া, মোঃ মাহবুব আলম শাহর সাথে কথা হলে তিনি বলেন, এখন পর্যন্ত প্রতিটা কেন্দ্রে সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ চলছে। তিনি আরো জানান কিছু কিছু কেন্দ্র বন্যার প্রভাবে অযোগ্য হবার কারনে অস্থায়ী কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। লোকজন নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা করে এসে অস্থায়ী ভোটকেন্দ্রে ভোট প্রদান করছে।