বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে এস আই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ মনিরুল ইসলাম, এএসআই মোঃ শিহাব উদ্দিন সহ ডিবি পুলিশের একটি দল গতকাল ০৫/০৭/২০২০ বিকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার মাটিডালি বিমান মোড়ের মাহাথির চাইনিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে আসামীদের হেফাজতে থাকা (৮০০+২০০)=১০০০(এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
আসামীদের বর্ননাঃ ১।মোঃ আশিকুল ইসলাম(২৬), পিতা-মৃত সলিম উদ্দিন, সাং-পশ্চিম রামচন্দ্রপুর সাওতালপাড়া, ২।মোঃ জুলহাস ইসলাম রনি(২৪), পিতা-মোঃ বাবুল মন্ডল, সাং-পূর্ব রামচন্দ্রপুর, উভয় থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।
গ্রেফতারকৃত দুজনের নামে কুমিল্লা ও জয়পুরহাট জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু হয়েছে।