শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মসজিদের রাস্তা নির্মাণ নিয়ে বিরোধে। প্রতিপক্ষ কর্তৃক উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বাচ্চু মিয়া কে মারপিট, থানায় অভিযোগ।
জানা যায়, গতকাল পৌর এলাকার ২নং ওয়ার্ডের অর্জুনপুর গ্রামের মৃত: মোজাম্মেল হক প্রাং এর ছেলে ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বাচ্চু মিয়া (৫০) এর সঙ্গে অর্জুনপুর গ্রামের মসজিদ এর যাতায়াতের রাস্তা নির্মাণ কে কেন্দ্র করে একই গ্রামের মোর সালেম এর ছেলে শিউল এর সঙ্গে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষরা বাচ্চু মিয়াকে মাথায় চাকু মেরে গুরুতর আহত করে। বর্তমানে সে শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।