নিজস্ব প্রতিবেদক: স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া স্বামীর নাম মফিজুল ইসলাম (৩২)। রোববার দিবাগত রাতে জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ এলাকা থেকে মফিজুলকে গ্রেফতার ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, গত ২৮ জুন দুপুর ১২টায় আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া হাবুডাঙ্গা ফুজি গার্মেন্টসের পেছনে কাছাকাছি একটি পুকুর থেকে আশুলিয়া থানা পুলিশ একজন নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশ মৃতের পরিচয় শনাক্ত করে পরিবারকে জানালে পরবর্তীতে নিহতের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে নিহতের স্বামী মফিজুল ইসলাম তাকে হত্যা করে পালিয়ে গেছে। পরে তদন্তে আরো তথ্য বেরিয়ে আসে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা মোসা. খোদেজা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় নিহতের স্বামী মফিজুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
র্যাব জানায়, গত পাঁচ বছর আগে পারিবারিক কলহ ও বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়েছিল। কিন্তু গত ছয় মাস আগে আবার তাদের মধ্যে যোগাযোগ হয়। ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন রেবেকা বেগম (২৮) ও মফিজুল ইসলাম। তবুও তাদের মধ্যে বনিবনা হয়নি। ঝগড়া আর কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী মফিজুল। এরপর লাশ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকার কাঠগড়া পশ্চিমপাড়ার একটি পুকুরে ফেলে পালিয়ে যায় মফিজুল। চাঞ্চল্যকর গৃহবধূ রেবেকা হত্যাকাণ্ডের ওই ঘটনায় স্বামী মফিজুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১।