নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, উদাসীনতা ও অবজ্ঞার মনোভাব পরিহার করে বন্যা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিন। ত্রাণ কার্যক্রম এখনও পর্যাপ্ত নয়। এখন পর্যন্ত তা আমরা দেখিনি।
আজ শনিবার সকালে কোরাবানির ঈদের নামাজ শেষে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
ফখরুল বলেন, আমরা সমগ্র দেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে, অনুরোধ করেছি। একই সঙ্গে সরকারকে আহ্বান জানাচ্ছি, উদাসীনতা ও অবজ্ঞা বাদ দিয়ে অবিলম্বে এই বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে শুধু ত্রাণ নয়, দুর্গতদের পুনর্বাসনের ব্যবস্থা তারা যেন গ্রহণ করেন। এবারকার বন্যা বেশ দীর্ঘস্থায়ী হবে বলে অনেকে আশঙ্কা করছি। সেক্ষেত্রে তাদের (সরকার) লং টার্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত, যেটা তারা কখনোই করেন না এবং অন্যের মতামতকে তারা কোনো প্রাধান্য দেন না।
সীমিত সাধ্যের মধ্যেও দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটি কাজ শুরু করেছে বলে দাবি করেন তিনি।