জাননাহ, ঢাবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
কর্মসূচির মধ্যে ছিল : আনন্দ মিছিল, বৃক্ষরোপন, পবিত্র কোরআন শরিফ বিতরণ, বঙ্গবন্ধু কর্নার ও শেখ হাসিনা স্টাডি সেন্টার’ উদ্বোধন ইত্যাদি।
শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫টি বৃক্ষরোপণ করেছে ছাত্রলীগ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ৭৫ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘বঙ্গবন্ধু কর্নার ও শেখ হাসিনা স্টাডি সেন্টার’ স্থাপন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ
এই স্টাডি সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইসহ দেড় শতাধিক বই স্থান পেয়েছে।
এসময় ছাত্রলীগ সভাপতি নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু কর্নার ও শেখ হাসিনা স্টাডি সেন্টার স্থাপনের আগে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, মধুর ক্যান্টিনভিত্তিক আমাদের ছাত্রলীগের যে রাজনীতি হয়, সেই রাজনীতিতে আমরা অপচর্চা, পরনিন্দা এবং বিভিন্ন ধরনের কটূকথার মাধ্যমে সময় নষ্ট করি। আমরা চাই এখন থেকে এখানে রাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা বইগুলো পড়ে আমরা সমৃদ্ধ হবো এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখবো।
সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা এটির উদ্বোধন করেছি। জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক ছাত্র রাজনীতি নির্মাণ এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে ছাত্ররাজনীতি যেন নবায়ন হয়, এই বৃহত্তর উদ্দেশ্য সামনে রেখে স্থাপন করেছি।
এর পূর্বে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আনন্দ মিছিল সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। এরপর তারা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন।
এদিকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ইমাম, মোয়াজ্জিন ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ৭০০ পবিত্র কোরআন শরিফ বিতরণ করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু।
এসময়, ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।