প্রত্যয় ডেস্ক, আলীরেজা রাজু, যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শায় আয়োজিত ফুটবল ফেডারেশনের ১৬ দলীয় টুর্নামেন্টে তৃতীয় ধাপে আজ খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় নির্বাসখোলা বলফিল্ডে, আজ খেলায় অংশগ্রহণ করেন, সুমন্দকাঠী ফুটবল একাদশ ও বলিদাদহ ফুটবল একাদশ, ৯০মিনিটের এ খেলায় বলিদাদহ ফুটবল একাদশ ০-১ গোলে ম্যাচটিতে জয় লাভ করে চতুর্থ রাইন্ড ওঠে।
ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চঞ্চল কে পুরষ্কার তুলে দেন অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।
বলিদাদহ ফুটবল একাদশের বক্তব্য সামনে তারা আরো ভাল খেলবে ও চ্যাম্পিয়ান হিসেবে পুরষ্কার নিবে।