নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি পলাশ শরীফকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী ও সাধারণ সম্পাদক মোল্লা মোঃ ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সকল প্রকার কর্মকাণ্ড থেকে পলাশকে বিরত থাকারও আদেশ দেয়া হয়েছে। পলাশ শরীফের বাড়ী গোপালগঞ্জের গোপিনাথপুরে।
তার ভাই আমিনুল ইসলাম লাচ্চু শরীফ গোপালগঞ্জ সদর উপজেলা গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান।
প্রসঙ্গত, ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মহাখালীর ‘হোটেল ক্রিস্টান ইন’ এ অভিযান চালিয়ে ৪০৪ নম্বর কক্ষ থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করে বনানী থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ।
জানা যায়, হোটেল ক্রিষ্টাল ইন-এর তিনজন মালিকের মধ্যে পলাশ শরীফ একজন। অপর দুইজন মিলন ও দুলাল। এরমধ্যে দুলালকে আটক করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে দুলাল জানায়, পলাশ শরীফের কাছ থেকে নিলামে এই কম্পিউটারগুলো তিনি ক্রয় করেন। এরপর তিনি সেগুলো হোটেলে এনে রাখেন।