বিশেষ প্রতিবেদন,কলকাতা:দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার পশ্চিমবাংলায় সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গেল ৩০ হাজারের গণ্ডি। এদিন পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিত ৩০ হাজার ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৬০ জন। এই সময়ে প্রাণ হারিয়েছেন ২৬ জন। এদিন পর্যন্ত শেষ তিনদিন রাজ্যে করোনায় দৈনিক ২৬ জন করে মারা যাচ্ছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ৯৩২ জনের। তবে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬৬২ জন। ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০০ জন। সুস্থতার হার ৬২ শতাংশ। আপাতত এটাই আশার আলো রাজ্য তথা দেশের সামনে।
রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে করোনা সংক্রমণের চিত্রটি মোটেও আশাব্যঞ্জক নয়। সংক্রমিত হওয়ার ক্ষেত্রে গোটা রাজ্যে রীতিমতো ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে জীবনানন্দের তিলোত্তমা। এদিন গোটা রাজ্যে যে ১ হাজার ৫৬০ জন সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে ৪৫৪ জনই মহানগরীর। ফলে কলকাতায় মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৮৪ জন। তবে এখন শহরের ৩ হাজার ৫৬৮ জনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। ফলে করোনা সংক্রমণে শহরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৯৯ জন। তবে এদিন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৫৩ জন। ফলে এই শহরে মোট করোনা–মুক্ত সুস্থ মানুষের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৪১ জন।
করোনা সংক্রমিত হওয়ার দিক থেকে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় মোট সংক্রমিতের সংখ্যা ৫ হাজার ৬২৯ জন। তবে এখন ২ হাজার ৪৬৫ জনের শরীরে এই ভাইরাস সক্রিয় রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৫৭ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জন। তবে করোনা–মুক্ত হয়ে এই জেলায় সুস্থ হয়েছেন মোট ৩ হাজার। কলকাতা ও উত্তর ২৪ পরগনা মিলিয়ে এদিন মোট যতজন সংক্রমিত হয়েছেন, সেই সংখ্যাটা রাজ্যের মোট আক্রান্তের অর্ধেকের চেয়েও বেশি। আর মৃত্যুর সংখ্যাও রাজ্যের মোট মৃত্যুর দুই তৃতীয়াংশের বেশি। মনে করা হচ্ছে, এই দুই জায়গা জনবহুল হওয়ায় এবং এখানকার মানুষ বাধ্য হয়ে কাজে যোগ দিতে বাইরে বের হওয়ায় সংক্রমিত বেশি হচ্ছেন।
এদিকে, রাজ্যে করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ হয়ে ওঠা বেলেঘাটা আইডি হাসপাতালের দুই কর্মী করোনা সংক্রমিত হওয়ায় উদ্বেগ বেড়েছে। এই দু’জনের মধ্যে একজন আবার চতুর্থ বিভাগের স্টাফ কোয়ার্টারে থাকেন। ফলে সেই কোয়ার্টারের অন্য বাসিন্দাদের অবস্থা কেমন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংক্রমিত আর একজন স্বাস্থ্যকর্মী। তিনি অবশ্য হাসপাতালের বাইরে অন্য জায়গায় থাকেন। শনিবার হাসপাতালের বেশ কয়েকজন কর্মীর করোনা পরীক্ষা হয়। রবিবার সেই পরীক্ষার রিপোর্ট এলে এই দু’জনের পজিটিভ আসে। তাঁদের দু’জনকে বেলেঘাটার আইডি–তেই ভর্তি করা হয়েছে।