দৈনিক প্রত্যয় ডেস্কঃ ‘বাঘ’ আর এক ‘গরু’ এক সঙ্গে একই জায়গায় পানি খাচ্ছে!! নিজ চোখে না দেখলে এ দৃশ্য বিশ্বাস হবার মতই না।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সঞ্জয় ব্রাগতা নামে এক সাংবাদিক একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে এই বিরল ঘটনা। ভিডিওটিতে দেখা যায়, একটি চিতাবাঘ ও নীলগাই কৃত্রিম একটি জলাশয় থেকে একই সঙ্গে পানি খাচ্ছে। তাদের মধ্যে কয়েক ফুটের দূরত্ব ছিল মাত্র।
চিতাবাঘটি চাইলেই নীলগাইটিকে শিকার করতে পারতো। অথচ চিতাবাঘটির কাছে দাঁড়িয়েই নীলগাইটিকে পানি খেতে দেখা যাচ্ছে।
ভিডিওটির পোস্ট করে সঞ্জয় ক্যাপশনে লিখেছেন, এটি রাজস্থানের জয়পুরের ঝালানা লিওপার্ড সাফারি পার্কের দৃশ্য। নীলগাই চিতাবাঘের কাছে বেশ ভালো শিকার। তবে এমন ঘটনা এ সাফারি পার্কে আগেও ঘটেছে। একটি নীলগাইয়ের পক্ষে প্রথমবারেই এতক্ষণ চিতাবাঘের সঙ্গে পানি খাওয়ার সাহস সঞ্চয় করা সম্ভব নয়। ধীরে ধীরে হয়তো সে তা সঞ্চয় করেছে।
ভিডিও দেখুন নিচে ক্লিক করে
https://youtu.be/aN9M-3ptvqg
ডিপিআর/ জাহিরুল মিলন