নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের থেকে আগামী বাজেটে বরাদ্দ কমেছে নির্বাচন কমিশনের (ইসি)। ২০২০-২১ অর্থ বছরের বাজেটে নির্বাচন কমিশনের জন্য এক হাজার ৭১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে যা ছিল এক হাজার ৯২১ কোটি টাকা। অর্থাৎ আগামী বছরে বাজেট কমেছে ২০৪ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাংলাদেশের ৪৯তম বাজেটে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেটে দেখাগেছে, সারা দেশে পৌরসভা নির্বাচন ও নির্বাচনে ইভিএম ব্যবহারের কারণে ব্যয় ১০ গুণ বেড়ে যাওয়ায় আগামী অর্থবছরে পরিচালন খাতে বরাদ্দ বাড়ছে। তবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দের তুলনায় আগামী অর্থবছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে অনুমোদিত তিনটি প্রকল্প রয়েছে।