নিজস্ব প্রতিবেদকঃ
করোনা সংক্রমণ রোধে ৬৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে সারা দেশে আবার শুরু হয়েছে সব ধরনের বাস চলাচল। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস ও মিনিবাসের ভাড়া ৬০ ভাগ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলেও সে নির্দেশনা না মেনে বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।
সোমবার (১ জুন) থেকে রাজধানীসহ সারাদেশে চলছে গণপরিবহন। আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী না নেয়া, ভাড়ার চার্ট দেখিয়ে ভাড়া নেয়াসহ নানা নির্দেশনা দেয়া হয়েছে গণপরিবহন চলার ক্ষেত্রে।
প্রথমদিনে প্রায় সব পরিবহনে যাত্রী পরিবহনের নিয়ম মানা হলেও গাড়িতে ওঠার সময় জীবাণুনাশক স্প্রে করাসহ স্বাস্থ্যবিধি মানার সুবিধা দেখা যায়নি অনেক বাসে। ভাড়ার চার্ট দেখা যায়নি কোনো বাসে। মনগড়া ভাড়া আদায়ে অসন্তোষ প্রকাশ করেছে যাত্রীরা।
মহাখালী, গাবতলী, সায়দাবাদসহ অন্যান্য টার্মিনাল থেকেও ছাড়ছে দূরপাল্লার বাসও। তবে যাত্রীদের অভিযোগ ৬০ শতাংশ বাড়তি ভাড়ার নির্দেশনা থাকলেও নেয়া হচ্ছে দ্বিগুন ভাড়া।
প্রতিবেদক আজ দুপুরে উওরা পরিবহনে ব্রাহ্মণবাড়িয়া থেকে মহাখালী আসেন। ভাড়া নেওয়া হয় ৩২০ টাকা। পূর্বের ভাড়া ছিল ১৮০ টাকা।
এদিকে, গণপরিবহন চালু হওয়ায় রাজধানীকে দেখা যায় তার পুরোনো রূপে। সেই পুরোনো যানজটের শহর। সড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে মাইকিং করতে দেখা গেছে।