দৈনিক প্রত্যয় ডেস্কঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্ত্রী-পুত্র মিলে এক ব্যক্তিকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাদের সিলেট আদালতে প্রেরণ করা হয়।
সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গ্রামের ষাটোর্ধ্ব আবদুর রহমানকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন তার স্ত্রী লাল বিবি ও ছেলে রুহেল মিয়া (১৯)। হত্যার উদ্দেশ্যে তার খাবার পানিতে বিষ মেশায় তারা। আবদুুর রহমান বিষয়টি আঁচ করতে পেরে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আজ শনিবার সকালে
স্ত্রী-পুত্রকে অভিযুক্ত করে মামলা করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ বলেন, গ্রেফতারকৃত মা ও ছেলেকে আজ সকালে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন