দৈনিক প্রত্যয় ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মাঠ থেকে ‘বিএসএফের গুলিতে’ নিহত রিয়াজুল ইসলাম রিয়া নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টায় পোর্ট থানা পুলিশ ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বাশঘাটা ক্যাম্পের সামনে থেকে তার লাশ উদ্ধার করে। আহত যুবক বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর গ্রামের কাঠু মোড়লের ছেলে।
বেনাপোলের ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার জানান, ভারতের বাশঘাটা সীমান্তের বিপরীতে বেনাপোলের বাহাদুরপুর মাঠে টহলের সময় দেখতে পায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর তার পরিচয় শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের পাশ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।
ডিপিআর/ জাহিরুল মিলন