প্রত্যয় নিউজ ডেস্কঃ যশোর বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সদস্যরা। তবে এসময় কেউ আটক হয়নি।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াব বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে দুর্বত্তরা সন্ত্রাসী কার্যকলাপের জন্য সীমান্তে আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে সীমান্তের সাদিপুরে বিজিবি অভিযান চালালে দুর্বত্তরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় ব্যাগের মধ্য থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত পিস্তল ও গুলি বেনাপোল পোর্টথানায় জমা দেয়া হবে।
ডিপিআর/ জাহিরুল মিলন