দুই বাংলায় সমান আলোচিত-সমালোচিত মঈনুল আহসান নোবেল। ১৪ লাখের বেশি সাবস্ক্রাইবার তার ইউটিউব চ্যানেলটিতে। শুক্রবার তার চ্যানেলটি ব্যান করে দিয়েছিল ইউটিউব কর্তৃপক্ষ। পরে অবশ্য চ্যানেলটি আবার ফেরত পান নোবেল।
জানা যায়, সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ওএলডি ম্যাক্সট্যান’ দাবি করে তাদের রিপোর্টের ভিত্তিতে নোবলের ইউটিউব চ্যানেলটি বন্ধ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় ওএলডি ম্যাক্সট্যানের ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ব্যান করার কয়েক ঘণ্টা পর আবার চ্যানেলটি ফিরে পান । এ বিষয়ে ‘ওএলডি ম্যাক্সট্যান’ তাদের ফেসবুক পেইজে রি পোস্ট করে তথ্যটি নিশ্চিত করে।