রাঙামাটি প্রতিনিধি: ভারত সীমান্তবর্তী পর্যটক স্পটে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে একটি চাঁদের গাড়ি উল্টে তিনজন আহত হয়েছে।
২৭ জুলাই বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সাজেক-বাঘাইহাট সড়কের সাত কিলো এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদের গাড়িতে করে স্থানীয় যাত্রীদের নিয়ে সাজেক উপত্যকার রুইলুই পাড়া থেকে বাঘাইহাট বাজারের আসার পথে দুর্ঘটনায় কবলিত হয় চাঁদের গাড়িটি।
আহতরা সবাই স্থানীয় বাসিন্দা। এদিকে, আহত ৩ জনের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- রবি চাকমা (৪০) ও সামি উদ্দিন (৪৭)। এরমধ্যে রবি চাকমার ডান পা ভেঙেছে আর সামি বাম হাত ভেঙে মারাত্মকভাবে আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ওসি মো. নুরুল হক জানান, বাঘাইছড়ি-সাজেক সড়কের সাত কিলো এলাকায় ঘটনাটি ঘটেছে৷ একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে জীপ গাড়িটি রাস্তায় উল্টে যায়। আহত তিনজনের মধ্যে দুইজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে যথাযথ চিকিৎসার ব্যবস্থা না থাকলে খাগড়াছড়ি নেয়া হবে।#