বিনোদন ডেস্ক: ভালো গল্পের সিনেমায় কাজ করার অপেক্ষায় আছেন ঢাকাই ছবির কিংবদন্তি অভিনেত্রী শবনম। কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমাতে অভিনয়ের পর প্রায় ২২ বছরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি ‘নাচের পুতুল’ খ্যাত শবনমের।
দীর্ঘ এই সময়ে তিনি অনেক সিনেমাতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন। কিন্তু যে কটি সিনেমাতে তিনি অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কোনো সিনেমার গল্পই মৌলিক নয়। তাই কাজ করতে আগ্রহ পাননি। অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমায় নায়করাজ রাজ্জাকের লিপে মাহমুদুন্নবীর গাওয়া ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ গানটি এখনও দারুণ জনপ্রিয়।
কালজয়ী গানটির দৃশ্যায়নে শবনমের অনবদ্য অভিনয় এখনও দর্শকের মন ছুঁয়ে যায়। অভিনয় জীবনের দীর্ঘ একটি সময় তিনি পাকিস্তানের সিনেমাতে অভিনয় করেছেন। সেখানকার দর্শকের কাছে এক মহান নায়িকার নাম শবনম। সেখানে সিনেমাতে অভিনয়ের জন্য পেয়েছেন সর্বোচ্চ ১১ বার নিগার অ্যাওয়ার্ড। কিন্তু এখনও শবনম বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য বেশ আগ্রহী।
শবনম বলেন, সত্যি বলতে কি শিল্পী জীবনের কিন্তু কোনো অবসর নেই। তাই এখনও আশায় বুক বেঁধে আছি, হয়তো কোনো একদিন একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করতে পারব। একটি মৌলিক গল্পের সিনেমায় ভালো একটি চরিত্রে অভিনয় করতে পারব। ‘আম্মাজান’ আমার অভিনীত সর্বশেষ সিনেমা। এটি যেমন দর্শকের কাছে মাইলফলক হয়ে আছে।
আমার বিশ্বাস যদি ভালো গল্পে অভিনয় করার সুযোগ মিলে, তবে সেই সিনেমাও মাইলফলক হবে। তবে কষ্টের কথা হচ্ছে দিন দিন সিনেমা হলের সংখ্যা কমেই যাচ্ছে। কী যে হবে আমাদের আগামী দিনের সিনেমা ইন্ডাস্ট্রি, তা একমাত্র ঈশ^রই জানেন।’ এদিকে পাকিস্তানে একটি টিভি সিরিয়ালে কাজ করছিলেন শবনম। কিন্তু আপাতত সেই সিরিয়ালের কাজও বন্ধ আছে। কথা ছিল পাকিস্তানের একটি সিনেমাতেও কাজ করার। কিন্তু আপাতত সব কাজ স্থগিত আছে। করোনার এই দিনগুলোতে শবনম রাজধানীর বারিধারাতে নিজের বাসাতেই অবস্থান করছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া একেবারেই বাসা থেকে বের হচ্ছেন না। সঙ্গে আছেন তার একমাত্র ছেলে রনি।