ডেস্ক রিপোর্ট :ছবিতে মাঝখানে বসা মহিলাটির নাম ভিকারুন্নিসা নুন। উনার নামাণুসারেই প্রতিষ্ঠিত হয় ঢাকার স্বনামধন্য ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজ। ভিকারুন্নিসা নুন জন্মসূত্রে একজন অস্ট্রিয়ান। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্ণর ফিরোজ খান নুন-এর সহধর্মিনী।
১৯৪৫ সালে ফিরোজ খান নুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সূত্রে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তার পূর্ববর্তী নাম ভিক্টোরিয়া পরিবর্তন করে ভিকারুননিসা নুন নাম গ্রহণ করেন।
১৯৫২ সালে ভিকারুননিসা নুন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন। উনি ২০০০ সালে মারা যান।
ছবিঃ ৪০এর দশকে তোলা।
সংগৃহিত।