শফিক খাঁন,ভোলা:ভোলার ইলিশা ফেরি ঘাটে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্যেই শ্রমিকদের জনসমুদ্র্রে পরিনত হয় পুরো ঘাট এলাকা। হঠাৎ করে গার্মেন্টস্ শিল্প কারখানা খুলে দেওয়াতে জন সমুদ্রের সৃষ্টি হয়।শুক্রবার সকালে ভোলা সদর উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান, ও নির্বাহি ম্যাজিষ্টেট জিমরান হোসেন সাইপ যাত্রিদের বর্তমান করোনা পরিস্থিতি বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দেন। অপরদিকে প্রশাষনের আদেশ অমান্য করে রাজাপুরের জোর খাল,বেড়ির মাথা, ব্লক পাড়ের মসজিদ ঘাট দিয়ে অসাধু মাঝি ও স্পিড বোঠ ড্রাইভার জন ১০০০ টাকা থেকে ১২০০টাকা করে নিয়ে যাত্রিদের পার করছেন বলে অভিযোগ উঠেছে।