1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা বিশ্বে ইদুল আজহা আজ

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ২২৬ Time View

প্রত্যয় নিউজ ডেস্কঃ সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ইদুল আজহা উদযাপিত হবে। একই সঙ্গে আফ্রিকা, ইউরোপ, আমেরিকা মহাদেশের দেশগুলোতেও আজ ইদুল আজহা বা কোরবানির ইদ উদযাপিত হবে বলে জানা গেছে। স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ দেশেই খোলা মাঠে না গিয়ে মসজিদে মসজিদে এবং অনেক স্থানে ঘরোয়াভাবেও ইদ পালনের নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, মহামারীর কারণে খোলা মাঠে পবিত্র ইদুল আজহার নামাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের সাত দেশ।

আরব আমিরাতে আজ শুক্রবার পবিত্র ইদুল আজহা উদযাপিত হবে। তবে করোনাভাইরাস সংক্রমণ রোধে গণজামায়েত এড়াতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনায় ইদুল আজহার নামাজ ঘরে আদায় করতে বলা হয়েছে। ইদের দিন সকালে মসজিদগুলোতে তাকবির প্রচারিত হবে। অপরদিকে ইদের ছুটিতে গণজমায়েত এড়িয়ে চলার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে ভিড় না করার জন্য এবং দেশটির সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আইন লঙ্ঘন করলে ৫ থেকে ১০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা বিধান রাখা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে আরব আমিরাতে দীর্ঘ কয়েক মাস মসজিদগুলোতে নামাজ আদায় বন্ধ রাখার পর গত ১ জুলাই থেকে শিল্প এলাকা, লেবার ক্যাম্প, শপিংমল ও পাবলিক পার্ক এলাকার মসজিদগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার পাশাপাশি দেশটির সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে বাকি মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করা ছাড়া ৩০ শতাংশ মুসল্লি নামাজ আদায় করতে পারবে এমন নির্দেশনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হয়। তবে খুব শিগগিরই ৫০ শতাংশ মুসল্লি মসজিদে নামাজ আদায় করতে পারবে এমন নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে গণজামায়েত এড়িয়ে চলার নির্দেশনায় আরব আমিরাতে গত ইদুল ফিতরের নামাজও ঘরে আদায় করা হয়েছিল। এদিকে ইদুল আজহা উপলক্ষে পাবলিক ও প্রাইভেট সেক্টরে ৩০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চারদিন ছুটি ঘোষণা করেছে আমিরাত সরকার।

এদিকে, করোনা মহামারীর কারণে আসন্ন পবিত্র ইদুল আজহার নামাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের সাত দেশ। নিষেধাজ্ঞা অনুযায়ী, খোলা মাঠ কিংবা সাধারণ মসজিদে ইদের নামাজ আদায় করা যাবে না। নিষেধাজ্ঞা আরোপ করা সাতটি দেশ হল- সৌদি আরব, মরক্কো, আলজেরিয়া, মিসর, ইরাক, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। স্বাস্থ্যবিধি মেনে ইদের দিন নির্দিষ্ট কিছু মসজিদে নামাজ আদায়ের জন্য সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

মিসরে মাত্র একটি মসজিদে নামাজের অনুমতি দেয়া হয়েছে। তবে কুয়েতের সব মসজিদে জামাত হবে। মরোক্কোর ধর্মবিষয়ক মন্ত্রণালয় মাঠ ও মসজিদে ইদুল আজহার জামাত নিষেধ করেছে। সবাইকে নিজ নিজ ঘরে খুতবা ছাড়া ইদের জামাত আদায়ের নির্দেশ দিয়েছে। ভাইরাস প্রতিরোধে ইদের ছুটিতে কারফিউ জারি করেছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়। আলজেরিয়া ফতোয়া বোর্ডের পক্ষ থেকে নিজ ঘরে একাকি কিংবা জামাতে খুতবা ছাড়া ইদুল আজহার নামাজ আদায়ের কথা বলা হয়েছে।

সিরিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অত্যাধিক করোনা রোগী হওয়ায় দামেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলের খোলা প্রাঙ্গণ ও মসজিদে ইদুল আজহার জামাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সরকারে পক্ষ থেকে নিজ নিজ ঘরে ইদের নামাজ আদায় করতে বলা হয়েছে। অপরদিকে কুয়েতের মন্ত্রিসভা দেশের সব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ইদের জামাত আদায়ের ঘোষণা দিয়েছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড, আলজাজিরার।

ডিপিআর/ জাহিরুল মিলন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..