নিজস্ব প্রতিবেদকঃ কোনো অংশে হচ্ছে সবজি চাষ, কোনো অংশ পরিনত হয়েছে নর্দমায়। জমে থাকা পানি পরিনত হয়েছে এডিস মশার অভয়াশ্রমে। দেড় বছর ধরে প্রায় হাজার ফুট দীর্ঘ রাজধানীর মহাখালীর পুকুর পাড় মন্দির পাড়ার রাস্তার বর্তমান অবস্থা এমনি। এলাকাবাসী ও উওর সিটি কর্পোরেশনের দাবি গণপূর্তের কাছ থেকে কাজ নেয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় দুর্ভোগে আছেন প্রায় ৫০ হাজার বাসিন্দা।
অন্যদিকে গণপূর্ত বিভাগ বলছে, রাস্তায় কাজের জন্য কোনো দরপএই ডাকা হয়নি, বরাদ্ধ পেলেই রাস্তাটি মেরামত করা হবে।
এক সময় ব্যস্ত মহাখালীর এই রাস্তার দুর্দশায় চরম ভোগান্তিতে ফেলেছে বাসিন্দাদের। নর্দমায় মশা-মাছি জন্ম নেওয়ার মতো সমস্যার কথা জানান তারা।
এলাকাবাসী জানান, সংস্কারের জন্য একটি প্রতিষ্ঠান প্রায় সাত মাস আগে রাস্তা কাটা শুরু করলেও এখনো কাজ শেষ করেনি।
স্থানীয় বাসিন্দা শান্তা বলেন, আগে আমরা রিকশা নিয়ে বাসা পর্যন্ত যেতাম, রাস্তার এই অবস্থার জন্য এখন যাইতে পারতেছি না।
দক্ষিনপাড়ার বাসিন্দা রুবেল বলেন, আমার হুন্ডাসহ একদিন উল্টা হয়ে এই গর্তে পরে গিয়েছিলাম।
আরেক বাসিন্দা সবুজ বলেন, কিছুদিন বলতে বলতে আজকে প্রায় দেড় বছর হয়ে গেছে আমাদের রাস্তার কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না।
বারবার যোগাযোগের পরেও মেরামতের কাজ আটকে থাকাকে দুঃখজনক উল্লেখ করেন ঢাকা উওর সিটি কর্পোরেশন-এর ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির।
তিনি বলেন, গণপূর্ত বিভাগকে বারবার চিঠি দেওয়ার পরেও রাস্তাটির কোনো সুরাহা আজ পর্যন্ত পেলাম না।
গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, এই রাস্তার কাজ বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়নি।