সাতক্ষীরা সংবাদদাতা:সাতক্ষীরার কলারোয়ায় চলমান মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪০) কে আটক করেছে থানা পুলিশ।সোমবার (২২ ই জুন) ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী মাদরা গ্রামের মাদক ব্যবসায়ী শহিদুলের বাড়ির ঘরের খাটের নিচে থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত আজিবার সরদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনা মোতাবেক থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নেতৃত্বে তদন্ত ওসি বুরহান উদ্দীন, এসআই সুবীর কুমার, এএসআই কামাল হোসেনসহ সংগীয় ফোর্সের সহায়তায় শহিদুলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে তার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৪০ বোতল ফেন্সিডিল জব্দসহ শহিদুলকে আটক করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়ে জেলা হাজতে প্রেরণ করা হবে বলে জানা যায়।
তাছাড়া মহামারী করোনা ভাইরাসকে রোধ করতে পুলিশ যেখানে জীবন বাজি রেখে নাগরিকদের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর ঠিক সেই মুহূর্তে মাদক ব্যবসায়ীরা উপজেলাসহ পৌরসদর এলাকায় ব্যাপক হারে সক্রিয়।
তারই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ী শহিদুলকে ফেন্সিডিলসহ আটক করা হয় এবং মাদক অভিযান অব্যাহত রেখেছেন থানা পুলিশ।
রিপোর্ট:ফিরোজ জোয়ার্দ্দার।