মানুষ, মানুষ হবে কবে?
মানুষ, মানুষ হবে কবে?
মায়ের আর্তনাদ আর বোনের চিৎকার, পরিবারের হাহাকার।
সবই দেখে- সবাই বোঝে তারা,
তবে কেন এ অমানবিক অত্যাচার!
মানুষ, মানুষ হবে কবে?
সিলেট কিংবা নোয়াখালী নয়
এ পশুত্ব সারা বাংলায়।
কিসের বৃদ্ধা আর কিসের শিশু!
যুবতী হলে তো কথাই নাই,
পশুর মতো দেহের চাহিদা মিটাতে পারলেই তো হয়।
আফসোস!
বলি তোদের কি মা-বোন নাই?
নাকি তোদের কাছে তারাও নিরাপদ নয়?
মানুষ, মানুষ হবে কবে?
মেয়ে হয়ে জন্মানো কি তাদের অভিশাপ
তাই তো হয়,তাই দেখি সারা বাংলায়।
তবে আর চুপ কেন!
আমার প্রতিবাদ কলম,
মা-বোনের জন্য এতটুকু প্রতিবাদ না করলেই নয়,
কারণ আমার ও মা-বোন আছে
আজ সিলেট কাল নোয়াখালী কে কোথা থেকে আসলো!
সবাই তো কারো মা-বোন নইলে স্ত্রী এইতো!
চিন্তা করেছো কখনো?
মানুষ, মানুষ হবে কবে?
মা-বোনের ইজ্জৎ আর সন্মান রক্ষায় সবাই এখন রাজপথে,
প্লেকার্ড, ফেস্টুন হাতে প্রতিবাদী সবাই
পশুদের নোংরা ছোবল থেকে মা-বোনদের রক্ষায়।
আমি কলম যোদ্ধা, কলমই আমার প্রতিবাদ ✊
কতোটুকু সফল আমি জানিনা,তবে আর কোন মা-বোনের আর্তনাদ আর ইজ্জৎ ছিনিয়ে নিবে তা আমি চাইনা।
এই হোক মোদের চেতনা!
জাগ্রত হোক বিবেক!
জাগ্রত হোক মানবতা!
বাংলার মাটিতে ধর্ষন আর না আর না!
লেখক – তৌহিদুল ইসলাম রুবেল
১০-১০-২০২০
সকল নির্যাতিত,নিপীড়িত মা-বোনের জন্য উৎস্বর্গ।