দৈনিক প্রত্যয় ডেস্কঃ রাজধানীর কদমতলীর জনতাবাগ এলাকায় মামার চড়-থাপ্পড়ে রাব্বী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাব্বীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, শিশু রাব্বী কদমতলী জনতাবাগ চৌরাস্তায় তার মামার কাছে থাকতো। সেখানে তার মামার চায়ের দোকানে কাজ করতো রাব্বী।
ওসি আরো জানান, এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে বিকেলে চায়ের দোকানে রাব্বীর মামা তাকে চড়-থাপ্পড় মারে। তার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়ে রাব্বী। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে রাব্বী মামা পলাতক রয়েছে। বিষয় তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওসি জামাল উদ্দিন মীর।
ফোনে কথা হয় রাব্বীর বাবা লিটন মিয়ার সঙ্গে। তিনি জানান, তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তারা গ্রামেই থাকে। রাব্বী তার মামা সিরাজের কাছে থাকতো। সেখানে চায়ের দোকানে কাজ করতো। বিকেলে রাব্বীর আরেক মামা মতিন ফোন দিয়ে জানায়, রাব্বী ফাঁসি দিয়েছে। এই খবর জানার পর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন