দৈনিক প্রত্যয় ডেস্কঃ মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ তদন্ত বিভাগের অভিযানে ৮ লাখ রিঙ্গিতের মাদকসহ তিনজনকে আটক করেছে দেশটির স্থানীয় পুলিশ। বাংলায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। আটক তিন জনের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার এই মাদকগুলো উদ্ধার করা হলেও সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেন সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সেতিমান।
তিনি বলেন, এই সায়বু (মাদক) গুলো ‘খাদ্যসামগ্রী’ বলে আমদানি করছিল এই সিন্ডিকেট দল। সবুজ রঙের চায়ের প্যাকেটে এগুলো পাচার করা হচ্ছিলো। পুলিশ ধারণা করেছে মাদকগুলো সেখান থেকে ক্লাং ভেলী মার্কেটের উদ্দেশ্যে নেয়া হচ্ছিলো।
এর মধ্যে আটকৃতদের ইউরিন পরীক্ষা করা হলে দুইজনের মধ্যে ড্রাগ পজিটিভ ধরা পড়ে।
তিনি আরও জানান, আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সানওয়ে সিটি এলাকায় অভিযান চালিয়ে ২০ প্যাকেট সায়বু (মাদক) যার ওজন ২১ কেজির বেশি মাদক উদ্ধার করা হয়।
অভিযানে তিন জনকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ১০ হাজার মালয় রিংগিত ও ২টি প্রাইভেট কার জব্দ করা হয়।
এদিকে, দেশটির মাদক প্রতিরোধ আইন অনুযায়ী আটকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ডিপিআর/ জাহিরুল মিলন