বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী সুজানা জাফর মিডিয়াতে আর কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। ২০১৮ সালে হজ করে আসার পর মিডিয়া থেকে তার মন সরে যায় বলে জানান সুজানা।
তিনি বলেন, প্রায় তিন বছর আগে বুটিকের ব্যবসা শুরু করি। তখন থেকেই আস্তে আস্তে নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নিতে শুরু করি। হজ করে আসার পর মন আরও সরে যায়।
গত তিন মাসে কোরআন ও হাদিস পড়ে যে শান্তি সুজানা পেয়েছেন তা আগে কখনও পাননি। তিনি এ প্রসঙ্গে বলেন, গত তিন মাসে যে জ্ঞান আমি পেয়েছি সেখান থেকে মনে হয়েছে মিডিয়াতে কাজ করা আমার জন্য ঠিক নয়। কেউ আমাকে বাধ্য করেনি। তা ছাড়া এখন কাজের পরিবেশ আগের মতো নেই।
চলতি সময়ের কাজের পরিবেশ নিয়ে সুজানা বলেন, আগে যোগ্যতা দিয়ে কাজ করতে হতো। এখন ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য পায়।
সুজানা গত ছয় বছর ধরে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখবেন বলে জানান তিনি। বর্তমানে দুবাইয়ে অবস্থানরত সুজানা সেখানকার প্রবাসী শ্রমিকদের সহযোগিতাও করেছেন।
প্রসঙ্গত, ২০০১ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন সুজানা। সর্বশেষ তাকে বালামের সঙ্গে ‘হঠাৎ’ শীর্ষক মিউজিক ভিডিওতে এবং ইরফান সাজ্জাদের সঙ্গে মাহমুদুর রহমান হিমির ‘থেকো মেঘ হয়ে’ শিরোনামের একটি নাটকে দেখা যায়।