1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

মুক্তবাজার অর্থনীতি করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে: পোপ

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১৯৪ Time View
মুক্তবাজার অর্থনীতি করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে: পোপ

প্রত্যয় ডেস্ক: পোপ ফ্রান্সিস বলেছেন, করোনা মহামারি দেখিয়ে দিয়েছে যে মুক্ত-বাজার নীতি মানুষের সব জরুরি প্রয়োজন মেটাতে পারে না। রোমান ক্যাথলিক বিশপদের উদ্দেশে লেখা ৭০ পৃষ্ঠার এক খোলা চিঠিতে পুঁজিবাদের কঠোর সমালোচনা করেছেন তিনি। বলেছেন, সামাজিক সমস্যার সমাধান সূত্র হিসেবে যে ম্যাজিক থিওরি রয়েছে, মূলত সেগুলোকে বিকৃত করে গড়ে উঠেছে মুক্ত বাজারের পুঁজিবাদ।

সাত মাসেরও বেশি সময় পর রবিবার (৪ অক্টোবর) ভ্যাটিকানের বাইরে পা রাখেন পোপ ফ্রান্সিস। এদিন গাড়িতে করে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত আসিসিতে যান তিনি। ত্রয়োদশ শতকের যাজক সেন্ট ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকীতে তার সৌধে শ্রদ্ধা জানান। সেখানে উপাসনার পাশাপাশি সে দিন পোপ বার্তা দেন সব রোমান ক্যাথলিক বিশপের উদ্দেশে। বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে ‘ফ্রাতেলি তুত্তি’ (সব ভাইয়ের উদ্দেশে) নামে পোপের এই ‘খোলা চিঠি’। সেখানে মহামারি পরবর্তী বিশ্ব কেমনভাবে সাজাতে হবে তার একটি রূপরেখা দিয়েছেন পোপ।

ওই বক্তব্যে পুঁজিবাদের সমালোচনা করে তিনি বলেন, ‘বাজার নিজেই সব সমস্যার সমাধান করতে পারে না। এরপরও আমাদেরকে নব্য উদারবাদী মতবাদে বিশ্বাস রাখতে বলা হয়। ওই খোলা চিঠিতে অভিবাসন, মৃত্যুদণ্ড, পপুলিজম ও অর্থনৈতিক অবিচারের মতো প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন ফ্রান্সিস।

পোপ লিখছেন, অদূরদর্শী, কট্টর, বাধা সৃষ্টিকারী ও আগ্রাসী জাতীয়তাবাদ বাড়ছে। অতিমারির মোকাবিলায় একজোট হয়ে চলতে, পারস্পরিক সহযোগিতা বাড়াতে ব্যর্থ হচ্ছে দেশগুলি। প্রযুক্তির জোরে যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হলেও বিশ্ব টুকরো-টুকরো হয়ে পড়ছে। মানুষ বিভক্ত হয়ে পড়ছে। কেউ অন্যের কথা শুনছে না, যেন একটা স্থায়ী মতানৈক্যের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যকে নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবে কিছু রাষ্ট্র ও নেতা লাগাতার সমালোচনা ও উপহাস করা আর হতাশা ছড়ানোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..