নিজস্ব প্রতিবেদকঃ মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত বনানী থানা ছাত্রলীগ।
বুধবার (১৫ জুলাই) বনানী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক মিরাজুল মাহফুজের সার্বিক ব্যবস্থাপনায় মহাখালীর টি.বি. গেইটে বক্ষব্যাধি হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়।
এসময় হাসপাতালের আশে পাশে রোপণ করা হয় ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা।
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ও মোঃ নাছির সহ স্থানীয় আওয়ামীলীগ, ছাএলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে বনানী থানা ছাত্রলীগ।