কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:মুজিব বর্ষ উপলক্ষে, বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম তাহাজ্জুদ ইসলাম উড়ন্ত । গতকাল তার নিজ এলাকায় , খুলনা জেলার দিঘলিয়া থানায় লাখোহাটি গ্ৰামে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীদের নিয়ে কর্মসূচীটি পালিত হয় ।
মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী এক কোটি বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর এই কর্মসূচী বাস্তবায়নে সবচেয়ে বেশী অগ্ৰণী ভূমিকা পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ । দেশের প্রতিটি জেলা , উপজেলা , ইউনিয়ন , গ্ৰাম , কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট একনিষ্ঠ ভাবে এই কর্মসূচী পালন করে আসছে । দেশব্যাপী করোনা মহামারী সত্ত্বেও ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে এই কর্মসূচী এগিয়ে নিচ্ছে তারা ।
গতকাল তার নিজ গ্ৰাম লাখোহাটিতে এলাকাবাসী ও স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে রাস্তার পাশে , পুকুরের পাশে , বসত বাড়ির আঙ্গিনায় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য গাছ লাগানো হয় । রোপন করা বৃক্ষ গুলোর মধ্য ছিল – মেহেগনি ,আম , কাঠাল , লিচু , বড়ই , গোলাপ , নিম ও আরো হরেক প্রজাতির গাছ । গাছগুলো লাগানো শেষে এগুলো নিয়মিত পরিচর্যার জন্য স্থানীয় শিক্ষার্থীদের কয়েকটি টিমে ভাগ করে দায়িত্ব প্রদান করা হয় ।
বৃক্ষ আমাদের বন্ধু । একটি সুষ্ঠু , সুন্দর ও বসবাসযোগ্য পৃথিবীর জন্য বৃক্ষ অপরিহার্য । বৃক্ষকে বলা হয় পৃথিবীর ফুসফুস । তাই শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই কর্মসূচী পরিচালিত হয় ।
এ সম্পর্কে জাককানইবির শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী , এসব এমন তাহাজ্জুদ হোসাইন উড়ন্ত বলেন , ‘ একজন শিক্ষার্থী হিসেবে সমাজের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে । একসাথে এতগুলো বৃক্ষ রোপন করতে পেরে আজ আমি আনন্দিত । এতে স্থানীয় লোকজনের স্বতস্ফুর্ত অংশগ্ৰহণ আমাকে মুগ্ধ করেছে ।’
রিপোর্ট:মোঃ আরাফাত রহমান।