মো:ফরহাদ, চট্টগ্রাম: উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে সাম্প্রদায়িক উসকানি ও গুজব সৃষ্টি করে দেশের বিভিন্ন স্থানে মৌলবাদী গোষ্ঠীর দাঙ্গা ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে “সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগ, ইউএসটিসি শাখা এবং মেডিসিন ফ্যাকাল্টি, ইউএসটিসি”র শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। সোমবার (১৮ই অক্টোবর) বিশ্ববিদ্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ইফতেখার হোসাইন শায়ান বলেন,”বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আজ এখানে আমাদের অবস্থান ।’
২০২০-২১ ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মুদ্দাসির আহমদ কাদেরী (মুনতাসির) বলেন, ‘ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ে সবাই মিলেই দেশটাকে স্বাধীন করেছেন। এমনকি কোন ধর্মতেও বলা হয় নি অন্য ধর্মকে অসম্মান করতে। আমরা কোনপ্রকার ধর্মীয় সহিংসতা, ধর্মীয় উগ্রবাদকে প্রশ্রয় দেবো না। আমরা যেন একটি অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে পারি সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইউ এস টি সি ছাত্রলীগ এর সংগঠক ডাঃ আবরার জাহিন চৌধুরী, ডাঃ শাহ তারিফ মোঃ তীর্থ,ডাঃ মোঃ ওমর ও ডাঃ আদিত্য দাশ, ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সহ সভাপতি ডাঃ তন্ময় বড়ুয়া, ডাঃ মোঃ মইনুল ইসলাম ও ডাঃ জাহেদুল হাসান প্রান্ত।
আরো উপস্থিত ছিলেন ইউ এস টি সি ছাত্রলীগের সংগঠক ২৮ তম ব্যাচের শিক্ষার্থী শাহজাহান ইমরান, ২৯ তম ব্যাচের শিক্ষার্থী প্রান্ত বড়ুয়া, মিনহাজ সারওয়ার সাব্বির ও মিন্টু দাশ, ৩০ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ নুরুল ইসলাম, মোঃ কাউসার আহমেদ, সুজন দাশ ও হামিদ আজাদ
৩৩ তম ব্যাচের শিক্ষার্থী শান্ত বিশ্বাস, পঙ্কজ ধর, সাফওয়ান কবির,শাহরিয়ার রহমান ইফতি, মোঃ আনাসুল ইসলাম, প্রসুন দে প্রমুখ।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ৩১ তম ব্যাচের শিক্ষার্থী জিকু সরকার, ৩৩ তম ব্যাচের শিক্ষার্থী প্রসুন দে এবং মোঃ আনাসুল ইসলাম।