বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার ভেকুটিয়ায় হুমকি দেয়ার ১ ঘন্টা পর পিতার সামনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা সাব্বির আহমেদ রাসেলকে (২৫) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এসময় তার ভাই আল আমিনকে (২৭) এলোপাতাড়ি কোপানো হয়। বুধবার রাত ১১ টার দিকে ভেকুটিয়ার শ্মশানপাড়ায় নিজ বাড়ির সামনে তাদের উপর সশস্ত্র হামলা চালানো হয়। স্বজনদের দাবি,মাদক ব্যবসায়ে বাঁধা দেয়ার জেরে দুর্বৃত্তরা দুই ভাইকে খুন জখমের ঘটনা ঘটিয়েছে। তারা আরবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু সালেকের ছেলে।
আবু সালেক জানান,১০ দিকে তিনিসহ তার দুই ছেলে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিলেন। এসময় স্থানীয় মাদক ব্যবসায়ী শামিনুর ও পিচ্চি বাবু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। গ্রামের রাস্তায় আস্তে মোটরসাইকেল চালাতে বলায় তারা ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে যায়। ধমক দিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই মাদক ব্যবসায়ীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এর এক ঘন্টা পরেই শামিনুর ও পিচ্চি বাবুর নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী এসে দুর্বৃত্তরা এসে আমার দুই ছেলেকে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আল আমিনকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেন। জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান,অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। আহতের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হতে পারে। স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন,
নিহত রাসেল যশোর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তার নেতৃত্বে মাদক সম্রাট শামিনুর ও পিচ্চি বাবুর সিন্ডিকেটের ব্যবসায় বাধা হয়ে দাঁড়ায়। এতে মাদক ব্যবসায়ীরা আগে থেকেই রাসেলের উপর ক্ষুব্ধ ছিলো। এরই জের ধরে তাকে কুপিয়ে খুন করা হলো। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, খুনের সাথে জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।