রমযান ও রোযা : গুরুত্ব ও ফযীলত
এইচ এম জহিরুল ইসলাম মারুফ
হিজরীবর্ষের নবম মাসটির নাম রমযানুল মুবারক। এ মাসেরমর্যাদা ও মাহাত্ম্য বলার অপেক্ষা রাখে না। এ মাস আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের উত্তমসময়, পরকালীন পাথেয় অর্জনের উৎকৃষ্ট মৌসুম। ইবাদত-বন্দেগী, যিকির-আযকার এবং তাযকিয়া ও আত্মশুদ্ধির ভরাবসন্ত। মুমিন বান্দার জন্য রমযান মাস আল্লাহ তাআলারঅনেক বড় নিআমত। তিনি এই মাসের প্রতিটি দিবস-রজনীতে দান করেছেন মুষলধারা বৃষ্টির মত অশেষ খায়ের-বরকত এবং অফুরন্ত কল্যাণ। মুমিনের কর্তব্য, এই মহানিআমতের জন্য কৃতজ্ঞ ও আনন্দিত হওয়া এবং এর কদর করা।
এ মাসে বান্দা পার্থিব সকল চাহিদা বিসর্জন দিয়ে আল্লাহর দয়া ও রহমত লাভ করবে, অতীতের সকল পাপাচার থেকে ক্ষমা চেয়ে নতুনভাবে ঈমানী জিন্দেগীর উত্তাপ গ্রহণ করবে, তাকওয়ার অনুশীলনের মাধ্যমে পুরো বছরের ইবাদত ওইতাআতের শক্তি সঞ্চয় করবে, চিন্তা-চেতনা ও কর্ম-সাধনায় আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পিত করবেএই হচ্ছে মুমিনের আনন্দ।
এইচ এম জহিরুল ইসলাম মারুফ।
তাকমীল-জামিআ ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসা,নিউ ইস্কাটন,রমনা,ঢাকা-১০০০